বঙ্গবন্ধু আমাদের ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক দেশ উপহার দিয়ে গেছেন: মৌলভীবাজারে ধর্ম প্রতিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২২, ৯:২৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসাবে বাংলাদেশকে গড়ে তোলার জন্যই আমৃত্যু কাজ করেছেন এবং চার মূলনীতির অন্যতম ছিল ধর্মনিরপেক্ষতা। তিনি ইসলামিক ফাউন্ডেশন গঠন করে ছিলেন। তিনি একাত্তরেই আমাদেরকে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। বাংলাদেশ মাদ্রাসা বোর্ড করে ছিলেন। তার সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেই লক্ষ্যেই কাজ যাচ্ছেন। আর সে কারণেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের লোকজন বাংলাদেশে একত্রে বসবাস করছেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপে প্রধানমন্ত্রী অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তিনি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের পরিসংখ্যান তুলে ধরেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, হবিগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ। এছাড়াও বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।