পর্যটন কেন্দ্র বাইক্কা বিল টানা ৯ দিন বন্ধ ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২২, ৩:৩৭ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারের অন্যতম শীর্ষ পর্যটন কেন্দ্র বাইক্কা বিল টানা ৯ দিন বন্ধ থাকবে। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত এই স্থান এড়িয়ে চলার জন্য পর্যটকদের অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, উপজেলায় হাইল হাওরের বড়গাঙিনায় অবস্থিত বাইক্কা বিল দেশের অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী আসেন এই বিলে। বিশেষ করে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি শীতকালে এই বিলে অসংখ্য অতিথি পাখি নামে।
তিনি জানান, সড়ক মেরামতসহ জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩ জানুয়ারি পর্যন্ত বাইক্কা বিল সকল দর্শনার্থীর জন্য বন্ধ থাকবে।