অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ১০ দফা বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে জামায়াতের গণমিছিল
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২২, ৭:৫২ অপরাহ্ণ
প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করে রিমান্ডে নেয়ার প্রতিবাদে ও নি:শর্ত মুক্তির দাবিতে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ১০-দফা দাবীর ভিত্তিতে দেশব্যাপী যুগপৎ গণআন্দোলন গড়ে তোলার জন্য কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় মৌলভীবাজারেও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা।
২৪ ডিসেম্বর, শনিবার সকাল ৯টায় শহরের সেন্ট্রাল রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী। এতো আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো: ফখরুল ইসলাম, পৌর সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী আশিক আল রশিদ চৌধুরী ও ছাত্রশিবির শহর সভাপতি মোঃ আশরাফুল ইসলাম ও হাফেজ ফারুক আহমদ মনজু প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী বলেন, বাংলাদেশেকে সরকার একটি বিরান ভুমিতে পরিণত করেছে। আজকে বাংলাদেশের আপামর জনগনের দাবি সরকারকে অবিলম্বে ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে। আমরা লক্ষ করছি সরকার অত্যান্ত পরিকল্পিতভাবে প্রশাসনকে জনগণের মুখোমুখি করছে। সময়ের ব্যাবধানে সকল অপকর্মের জন্য প্রশাসনকেও প্রস্তুতি নিতে হবে। আজ ১০ দফা দাবি ঘোষণার কারণে বাংলাদেশে জামায়াতে ইসলামী’র নন্দিত আমীর, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ডা. শফিুকর রহমানকে তারা গ্রেফতার করেছে এবং উনাকে দ্বিতীয় বারের মতো রিমান্ডে নিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার মুক্তির দাবি করছি।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ইসলাম রক্ষার জন্য আগামীদিনের সকল আন্দোলন সংগ্রামে দেশবাসী এবং নেতাকর্মীদেরকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান ইঞ্জিণিয়ার এম শাহেদ আলী।