আমরা মানচিত্র-পতাকা পেয়েছি কিন্তু স্বাধীনতা পাইনি: মুফতী হাবীবুর রহমান শামীম
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২, ৭:২৩ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান শামীম বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধে আমরা একটি মানচিত্র ও একটি পতাকা পেয়েছি কিন্তু স্বাধীনতা পাইনি। তিনি বলেন, সার্বভৌমত্ব অধিকার আমরা তেমনভাবে পাইনি। সীমান্ত এলাকায় এখনো পার্শ্ববর্তী দেশের সীমান্ত প্রহরীরা বাংলাদেশের জনগণকে নির্বিচারে গুলি করে মারছে।
বৃহস্পতিবার ২২ ডিসেম্বর বিকালে জেলা মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এদেশের জনগণের যে পাঁচটি মৌলিক অধিকার রয়েছে, সেই অধিকার জনগণ পাচ্ছেন না। তাই যেকোনো মূল্যে সেই মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করতে হবে। এই মৌলিক অধিকারের জন্যই ১৯৭১ সালে আমাদের পূর্বপুরুষরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছিলেন। কিন্তু দেশের জনগণ সেই মৌলিক অধিকার এখন আর পাচ্ছেন না। দেশ যদি স্বাধীন হতো তাহলে যে উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছে সেই অধিকার প্রতিষ্ঠা হতো। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো। কিন্তু আজ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না। আজ দেশের কারাগারে বন্ধী শীর্ষ আলেম উলামায়ে কেরাম বর্তমানে দেশের জনগণের একটাই দাবি, আল্লামা মামুনুল হক সহ কারাবন্দী সকল উলামায়ে কেরাম এর মুক্তি।
মাওলানা হাম্মাদ বিল্লাহ এর সভাপতিত্বে ও সংগঠন সম্পাদক শাহ মিসবাহ এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা যুব মজলিসের এর সহ সভাপতি হুসাইন আহমদ আউয়াল, জেলা বায়তুলমাল সম্পাদক শাহিদুল ইসলাম তালহা প্রমুখ। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের মাগফিরাত কামনা এবং দেশ জাতি ও মুসলিম উম্মাহ এর মুক্তি কামনা করে মুনাজাত করা হয়।