মৌলভীবাজার শহরে হাজারো বাইক-কার নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের মিছিল (ভিডিওসহ)
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ১২:১৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
কাতার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ান হওয়ায় স্বাগত জানিয়ে মৌলভীবাজারে হাজারো মোটর বাইক ও কার নিয়ে মিছিল করেছে আর্জেন্টিনা সমর্থকরা।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহরের শহীদ মিনার প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে কোর্ট রোডে গিয়ে শেষ হয়। পৌরশহরের প্রধান প্রধান সড়ক ছাড়াও বিভিন্ন অলিগলিতে মিছিল বের করেন মেসিভক্তরা। আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে দলে দলে শত শত সমর্থক এসব মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়েছেন। মেসি মেসি স্লোগান দিয়ে মিছিল দেন সমর্থকরা।
এসময় হাজার হাজার মোটরবাইক আর কার নিয়ে প্রায় দুই হাজার সমর্থক অংশগ্রহণ করেন। এসময় সমর্থকরা মেসি ও আর্জেন্টিনা স্লোগানে মুখরিত করে তোলে শহরে অলি গলি। গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি। পুরো শহরের অলিগলি থেকে মিছিল, ঢোল, ভুভুজেলা, বাঁশি বাজিয়ে মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্রে জড়ো হন হাজারো ভক্ত-সমর্থক।
শোভাযাত্রা চলার সময় সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষজন হাত নাড়িয়ে এবং আর্জেন্টাইন পতাকা উঁচিয়ে অভিবাদন জানান। মেসি ভক্তরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেন। প্রিয়দলের আকাশী নীল জার্সি পরে দল বেঁধে শোভাযাত্রায় অংশ নেন আর্জেন্টিনার সমর্থকেরা।
এরআগে রাতে মিছিলে মিছিলে উৎসবে ঘুম ভাঙ্গে পুরো শহরের। অবশ্য ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে আগে থেকেই সরব ছিল পুরো শহর। রাতেই হাজার খানের মোটর সাইকেল নিয়ে সাড়া শহরে বের হয় র্যালি। আতশবাজীতে আলোকিত হয় অন্ধকার আকাশ।
মিছিলে আসা সমর্থক জনি আহমদ বলেন, বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে চ্যাম্পিয়ান হয়েছে। ফাইনাল ম্যাচকে স্বাগত জানিয়ে আমরা আর্জেন্টিনা সমর্থকরা মিছিল বের করেছিলাম। আমাদের শহর সেজেছে বিশ্বকাপের আমেজে। আমি আর্জেন্টিনা সমর্থক হিসেবে চেয়েছিলাম চ্যাম্পিয়ান হোক আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে।
আরেক আর্জেন্টিনা সমর্থক সাব্বির জয় বলেন, ফুটবল বোঝার পর থেকে আমি আর্জেন্টিনার সমর্থক। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও জার্মানির কাছে হেরে ফিরে আসতে হয়েছে। এরপর কোপা আমেরিকা ও ফিনালিসিমায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া টানা ৩৬ ম্যাচ নেই হারার রেকর্ড। তাই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আমি স্বপ্ন দেখছি। আমাদের স্বপ্ন বাস্তব হয়ে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মাঠ ছেড়েছে আমাদের প্রিয় লিও মেসির আর্জেন্টিনা।
আর্জেন্টিনার সমর্থক ইহাম মুজাহিদ বলেন, এ আনন্দ ঘরে-বাইরে সবার। এ আনন্দ সারা বিশ্ববাসীর। এ জয় ছন্দের খেলার জয়, মেসির জয়। এ যেন অনেক বড় পাওয়া। এ কাপ মেসির প্রাপ্য ছিল। আমরা বিশ্বকাপ জয়ী হয়েছি, আর সেটা খেলেই হয়েছি।