প্রবাসি বর এলেন হেলিকপ্টারে চড়ে
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২২, ৭:৫৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
আমাদের দেশে শীতকাল আসলেই বিয়ের মৌসুম শুরু হয়ে যায়। গ্রাম কিংবা শহর সব জায়গাতেই চলে বিয়ের ধুম। এই সময়ে নেই বৃষ্টি, কাদা-পানির ঝামেলা, তাই প্রবাসিরাও ছুঠে আসেন দেশে, এই মৌসুমে স্বপ্নের মানুষ কিংবা পছন্দের মানুষটিকে জীবন সঙ্গী হিসেবে আনুষ্ঠানিক ভাবে গ্রহন করতে। বিয়ে তো জীবনে একবার’ই হয়, তাই প্রতিটি মানুষের’ই মন চায় একটু জাঁকজমকভাবে বিয়ের অনুষ্ঠানটি করতে।
নিজের হোক বা ছেলে-মেয়ের হোক বিয়েটাকে স্বরণীয় করে রাখতে সাধ্যের মধ্যে অতিরিক্ত খরচ করতেও প্রস্তুত থাকেন সবাই। বিয়ের কার্ড ছাপানো, গায়ে হলুদ, গাড়ি, পালং সাজানো, ভ্যানু ভাড়া করা, আলোকসজ্জা, গেট, ফটোগ্রাফি থেকে শুরু করে বিয়ে মানেই যেন মহাযজ্ঞ। ইদানিংকালে বিত্তবান সৌখিনরা আবার আকাশে উড়াল দিয়ে হেলিকপ্টারে চড়ে কনের বাড়ির আয়োজনস্থলে আসেন জীবনসঙ্গীকে পাখির মতো নীল আকাশ ঘুরে নিজের বাড়িতে নিয়ে যেতে। এমননি এক বিয়ে হয়েছে চায়ের রাজধানী খ্যাত পর্যটনের শহর শ্রীমঙ্গলে।
সোমবার বেলা দের’টার দিকে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টার নিয়ে আসেন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মথুরাপুর গ্রামের আমেরিকান বাড়ীর মো. হারুন মিয়া ও মোছা. রাহেনা বেগম দম্পতির প্রবাসী ছেলে মো. জাবের। এসময় উৎসুক জনতা মাঠে ভীড় করেন হেলিকপ্টার নিয়ে আসা বরকে এক নজর দেখতে।
বরকে রিসিভ করতে কনের বাড়ির লোকজনের সাথে যোগ দেন শ্রীমঙ্গল পৗরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম। তিনি জানান, হবিগঞ্জের বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর চৌধুরী বাড়ীর হাবিবুর রহমান চৌধুরী ও শেখ মোছা. শিল্পী ফেরদৌসী এর একমাত্র কন্যা চৌধুরী ইসরাত জাহান নওশিন এর সাথে পারিবারিক ভাবে বিয়ের আয়োজন করা হয়েছে শহরের ভানুগাছ রোডস্থ ‘টি ভ্যালী রেস্টুরেন্টে’।
তিনি জানান, মেয়ে তাঁর সম্পর্কে ভাগনি এবং মেয়ের বাবা রসিদপুর গ্যাস ফিল্ডের একজন কর্মকর্তা। আমেরিকা প্রবাসি বর জাবের নিজ বাড়ি থেকে হেলিকপ্টারে করে শ্রীমঙ্গলে আসেন। বরের বাড়ির মেহমানরা আসেন বেশ কয়েকটা প্রাইভেট গাড়ি নিয়ে। বর এবং তাদের মেহমানদের ফুলেল শুভেচ্ছা জানান ‘টি ভ্যালী রেস্টুরেন্ট’র কর্মকর্তা,কর্মচারীগনসহ কনের বাড়ির লোকজন।
তিনি আরো জানান, এই বিয়েতে কনের বাবা উভয় পক্ষের প্রায় সাত’শত অথিতির খাবারের অর্ডার করেন টি ভ্যালী রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে। সর্বোপরি পারিবারিকভাবে আয়োজন করা সামাজিক এ অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় কনের বাবা বেজায় খুশি।