ধলাই সেতুর সংযোগ সড়কে ধস, মৌলভীবাজার-শমশেরনগর সড়কে যোগাযোগ বন্ধ
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২২, ১২:৪৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের মাটি ধসে গেছে। যার কারণে মৌলভীবাজার-শমশেরনগর-চাতলাপুর চেকপোষ্ট (জেড-২০২২) সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) সকালে এতথ্য নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন।
তিনি বলেন, গতকাল সন্ধ্যা থেকে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। একই সঙ্গে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। চৈত্রঘাট বাজার সংলগ্ন এই সেতুটি ব্রিটিশ আমলে নির্মিত। সড়কটি দ্রুত মেরামতের কাজ চলছে।
জানা যায়, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজার সংলগ্ন ধলাই নদীর ওপর নির্মিত ব্রিজের দক্ষিণ পাশে সংযোগ সড়কের মাটি ধসে গেছে। এতে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে দুর্ভোগ পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা।