মহান বিজয় দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২২, ২:০৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
নানা আয়োজনে মৌলভীবাজারে পালিত হয়েছে মহান বিজয় দিবস। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন।
শুক্রবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে সর্বস্তরের জনসাধারণ কতৃক পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগের পক্ষে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা প্রশাসনের সকল কর্মকর্তা। এছাড়া জেলা প্রশাসন, মৌলভীবাজার কর্তৃক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মুক্তিযুদ্ধের শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান। এরপর তিনি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ আয়োজনের শুভ উদ্বোধন করেন এবং প্যারেডে অংশগ্রহণকারী দলসমূহের সালাম গ্রহণ করেন। পরবর্তীতে শিশু-কিশোরদের মনোরম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে কুচকাওয়াজ ও প্রদর্শনীতে অংশগ্রহণকারী দলসমূহের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও এ আয়োজনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়৷ এছাড়া, এ আয়োজনের শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা প্রশাসন মৌলভীবাজার আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-০৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।