গণগ্রেফতারের প্রতিবাদে মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ৫:০৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
গণতান্ত্রিক অধিকার হরণ, সভা-সমাবেশে বাধাদান, হামলা-গায়েবী মামলা, গণগ্রেফতারের প্রতিবাদে, নির্দলীয় তদারকি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কায়েম করা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অংশ হিসাবে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে মৌলভীবাজার চৌমুহনায় বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা আহ্বায়ক মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জওহরলাল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি অ্যাড. মকবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. নিলিমেষ ঘোষ বলু, বাসদ মৌলভীবাজার জেলা সদস্য অ্যাড. আবুল হাসান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সহসভাপতি অনিক রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য রেহনোমা রুবাইয়াৎ, জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী প্রমূখ নেতৃবৃন্দ।