শীতার্তদের মাঝে জুড়ী উপজেলা জামায়াতের কম্বল ও চাদর বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২২, ৫:৪০ অপরাহ্ণ
প্রেস বিজ্ঞপ্তি::
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত অসহায় ৪২৫জন মানুষের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী, পূর্বজুড়ী, জায়ফরনগর, সাগরনাল, ফুলতলা ও গোয়ালবাড়ী ইউনিয়নের শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
জুড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ নাজমুল ইসলামের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল হাই হেলাল, উপজেলা সেক্রেটারি আজিম উদ্দিন, গোয়ালবাড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি নজরুল ইসলাম, সেক্রেটারি ইসলাম উদ্দিন, পশ্চিমজুড়ী ইউনিয়ন সভাপতি এডভোকেট শাখাওয়াত হোসাইন, সেক্রেটারি সাজেদুল ইসলাম, ফুলতলা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল মছব্বির, সাগরনাল ইউনিয়ন সভাপতি কাজি আব্দুল মুকিত, জায়ফরনগর ইউনিয়ন সেক্রেটারি আব্দুস সাত্তার, পূর্বজুড়ী ইউনিয়ন সেক্রেটারি সালমান হোসেন, জুড়ী উপজেলা শিবির সভাপতি মহসীন আহমদ, সেক্রেটারি ইউসুফ আলী, উপজেলা দক্ষিণের সভাপতি তারেক আহমদ, উপজেলা পূর্বের সভাপতি আব্দুল ওয়াহিদ তামিম প্রমুখ।
পরে প্রধান অতিথি জুড়ী উপজেলা ইসলামিক সোসাইটির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব ডাক্তার গিয়াস উদ্দিন সিদ্দিকির কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারে গিয়ে সমবেদনা প্রকাশ করেন।