খান বাহাদুর সৈয়দ সিকন্দর আলী সড়ক ও সৈয়দ মুজতবা আলী সড়কের পুনঃনামকরণ
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২২, ৭:৩৪ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজার শহরের ‘সিকন্দর আলী সড়ক’-এর পুনঃনামকরণ করা হয়েছে। পুনঃনামকরণ করে ‘খান বাহাদুর সৈয়দ সিকন্দর আলী সড়ক’ করা হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পরিবারের সন্তানের নামকরণকৃত দুটি সড়কের সংষ্কার কাজ শেষে উদ্বোধন করা হয়। এর একটি হলো- সাহিত্যিক-রম্যলেখক সৈয়দ মুজতবা আলী সড়ক। অপরটি হলো- খান বাহাদুর সৈয়দ সিকন্দর আলী সড়ক।
উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন রম্যলেখক সৈয়দ মুজতবা আলীর ভাতিজা এবং লেখক সৈয়দ মুর্তাজা আলীর ছেলে অবসরপ্রাপ্ত ব্যাংকার সৈয়দ রুহুল আমীন। তিনি খান বাহাদুর সৈয়দ সিকন্দর আলীর নাতি।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী ডা. এম এ আহাদ, শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল খালিক, কথা সাহিত্যিক ও সাংবাদিক আকমল হোসেন নিপু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইমজা সভাপতি তমাল ফেরদৌস দুলাল, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজ সম্পাদক হাসানাত কামাল, কাউন্সিলর ফয়ছল আহমদ, সৈয়দ সেলিম হক ও সালেহ আহমদ পাপ্পু, কানাডা প্রবাসী নূরুর রহমান তরফদার, সমাজসেবক সৈয়দ আব্দুল মোতালেব রনজুসহ এলাকাবাসী।
উদ্বোধন শেষে মেয়র ফজলুর রহমান বলেন, ‘সিকন্দর আলী সড়ক’-এর নাম আগে যার নামে করা হয়েছে সেটা অসম্পূর্ণ ছিল। খান বাহাদুর সৈয়দ সিকন্দর আলী মৌলভীবাজারের ঐতিহ্যবাহী একজন কৃতি পুরুষ। আমরা পৌরসভা থেকে উদ্যোগ নিয়ে ‘খান বাহাদুর সৈয়দ সিকন্দর আলী সড়ক’ পুননামকরণ করেছি। একই সাথে সড়কটিও সংস্কার শেষে আজ উদ্বোধন করা হয়েছে। সেইসাথে খান বাহাদুর সৈয়দ সিকন্দর আলী সাহেবের ছোট ছেলে আরেক কৃতি পুরুষ প্রখ্যাত রম্যলেখক সৈয়দ মুজতবা আলী নামে নামকৃত ‘সৈয়দ মুজতবা আলী সড়ক’ সংস্কার শেষে আজ উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন খান বাহাদুর সৈয়দ সিকন্দর আলীর নাতি সৈয়দ রুহুল আমীন বেবী। উল্লেখ্য- সৈয়দ মুজতবা আলী হলেন খান বাহাদুর সৈয়দ সিকন্দর আলীর ছোট ছেলে।
জানা যায়, খান বাহাদুর সৈয়দ সিকন্দর আলী মৌলভীবাজার মিউনিসিপালিটির তৎকালীন কমিশনার, সরকারি চাকুরীজীবি ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ছিলেন। তাঁর তিন পুত্র সৈয়দ মোস্তফা আলী, সৈয়দ মুর্তাজা আলী ও বিশিষ্ট কথা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী এবং কন্যা সৈয়দা হাবিবুন্নেছা বাংলা সাহিত্যের খ্যাতিমান লেখক ছিলেন।
মৌলভীবাজার শহরে তাঁদের বংশ পরষ্পরায় বসবাস। সদর উপজেলার দুর্লভপুর এবং শহরের বিভিন্ন এলাকায় তাঁদের পৈত্রিক সম্পত্তি রয়েছে। এই প্রেক্ষাপটে পূর্বে থেকেই খান বাহাদুর সৈয়দ সিকন্দর আলী ও তাঁর পুত্র সৈয়দ মুজতবা আলীর নামে সড়ক ছিল। বর্তমান পৌর মেয়রের উদ্যোগে এই সড়ক দুটির সৌন্দযবর্ধন, প্রশস্তকরণ ও সংষ্কার করা হয়েছে।