নতুন বছরে মৌলভীবাজার কালেক্টরেট স্কুলে পাঠদানের সুযোগ
প্রকাশিত হয়েছে : ৭ ডিসেম্বর ২০২২, ১:১০ অপরাহ্ণ
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুুপুরে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মৌলভীবাজার এর নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-০৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, স্থানীয় সরকার মল্লিকা দে, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, মেয়র মোঃ ফজলুর রহমান।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে এ প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হবে। প্রথম অবস্থায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে ভর্তির সুযোগ পাবেন ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা। ইংরেজি ভার্সনে এই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করানো হবে। পরবর্তী বছর থেকে নতুন করে ৪র্থ, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণী চালুর পরিকল্পনা রয়েছে। এসব কিছু নিয়েই আজ নির্বাহী কমিটির প্রথম সভা হয়েছে। পরবর্তী কার্যক্রম সিদ্ধান্তের আলোকে জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজার শহরের বনশ্রী এলাকায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। জেলা প্রশাসনের পরিত্যক্ত শিশু পার্ক এর জায়গায় হবে নতুন এই স্কুলের ক্যাম্পাস। জেলা প্রশাসনের উদ্যোগে নতুন এই শিক্ষা প্রতিষ্ঠান প্রশংসা কুড়িয়েছে।