মৌলভীবাজারের কুসুমবাগে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় নারী নিহত
প্রকাশিত হয়েছে : ৩ ডিসেম্বর ২০২২, ৪:৩৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় লায়লা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে শহরের কুসুমবাগ এলাকায় ঘটনাটি ঘটে।
লায়লা হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার জুনেদ আলীর স্ত্রী। তিনি মৌলভীবাজার সদর উপজেলার আগিউন এলাকায় তার ভাইয়ের বাসায় থাকতেন।
মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান জানান, লায়লা বেগম দুপুরে কুসুমবাগ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন।
এমন সময় যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যান তিনি। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পুলিশ বাস আ