মেয়র মুক্তমঞ্চে চলছে ৭ দিনের বিজয় উৎসব
প্রকাশিত হয়েছে : ১ ডিসেম্বর ২০২২, ৯:০৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার পৌরসভার পুকুরপ্রাঙ্গণে নির্মাণ হয়েছে মুক্তমঞ্চ। নামে দেওয়া হয়েছে ‘মেয়র মুক্তমঞ্চ’। সংস্কৃতিকর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল এমন একটি মুক্তমঞ্চের। অবশেষে সে দাবি পূরণ হয়েছে।
‘রক্তে কেনা মহান বিজয়, প্রাণের গহীনে কথা কয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে বিজয় উৎসব-২০২২ ও মেয়র মুক্তমঞ্চের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, শিক্ষাবিদ অধ্যপক আব্দুল খালিক, মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু ও নাট্যকার আব্দুল।
স্বাগত বক্তব্য দেন পৌর কাউন্সিলর এম এমদাদুল হক মিন্টু। এ সময় পৌর কাউন্সিলরগণ, সংস্কৃতিকর্মী ও সংগঠক, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শর্মিলা দেব।
এরপর বৃহস্পতিবার সন্ধ্যার পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠাণে অংশগ্রহণ করে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি, সুরের ভেলা এবং মনু থিয়েটার। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিজয় উৎসবে ২১ টি সংগঠন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে বলে জানা গেছে।