বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন আর্জেন্টিনার সমর্থকরা
প্রকাশিত হয়েছে : ১ ডিসেম্বর ২০২২, ৮:৪৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয়ের মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে স্থান করে নিয়েছে আর্জেন্টিনা। প্রিয় দলের এমন সাফল্যে মৌলভীবাজারে রাতের নিরবতা ভেঙে আর্জেন্টিনা সমর্থকেরা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেন। এ সময় নাচ-গান, বাঁশির শব্দে শহরের বিভিন্ন সড়ক মুখরিত করে তোলেন তারা।
বুধবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে সরেজমিনে দেখা যায়, খেলা শুরুর আগে মৌলভীবাজার শহরের পৌর জনমিলন কেন্দ্র, জেলা পরিষদ ক্যাম্পাস, সেন্ট্রালরোড, কুসুমবাগসহ বিভিন্ন পাড়া মহল্লায় টিভি, প্রজেক্টর, এলইডি স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেন স্থানীয়রা। খেলা শেষে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল বের করেন আর্জেন্টিনার সমর্থকরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনা চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে আগত সমর্থকরা বলছেন, মেসি গোল মিস করলে কী হবে? এদিন যে অন্যরা জ্বলে উঠেছেন। দলের মান ঠিকই রেখেছেন অন্য দুই তরুণ সতীর্থ। ড্র নয়, সরাসরি ম্যাচ জিতেই গ্রুপ সেরা হয়ে নক আউট পর্বে জায়গা করে নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হারার পর অনেকের সমালোচনা আর ট্রলের শিকার হয়েছিলেন জানিয়ে শিক্ষার্থী জুবায়ের রহমান বলেন, ‘আজকের ম্যাচের প্রথম হাফে গোল না হওয়ায় টেনশনে ছিলাম। মেসি পেনাল্টি মিস করায় অন্য একটি দলের সমর্থকরা উল্লাস করছিল। কিন্তু পরের হাফে আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে। তারা তাদের সেরাটা খেলে খুব সহজেই পোল্যান্ডের সঙ্গে জয় পেয়েছে।’
আর্জেন্টিনার সমর্থক কয়ছর আহমদ বলেন, ‘এবার মেসির নেতৃত্বে শিরোপা ঘরে তুলবে আর্জেন্টিনা, আমাদের এই প্রত্যাশা। আজকের এই জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন সমর্থকেরা। তাই আমরা রাস্তায় নেমেছি প্রিয় দলের বিজয়কে স্বাগত জানাতে।’
আর্জেন্টিনার আগামী ম্যাচে লিওনেল মেসি জ্বলে উঠবেন, গোলও পাবেন। এমনটি প্রত্যাশা করছেন আর্জেন্টিনার সমর্থকদের।