ইমজার সভাপতি তমাল, সম্পাদক আফরোজ
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২২, ৮:০৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
গোপন ব্যালটে সভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস (মাছরাঙা টেলিভিশন) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আফরোজ আহমদ (যমুনা টিভি)।
নির্বাচনে সহ-সভাপতি (এক) পদে আহমেদ ফারুক মিল্লাদ (একাত্তর টিভি ), সহ সভাপতি (দুই) পদে ইমন দেব চৌধুরী (বৈশাখী টিভি), সহ সাধারণ সম্পাদক পদে জাফর খাঁন (বিজয় টিভি) ও সঞ্জয় কুমার দে (মাইটিভি) এবং কোষাধ্যক্ষ পদে মাহবুবুর রহমান রাহেল (এশিয়ান টিভি) নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে এম এ সালাম (চ্যানেল আই), পান্না দত্ত (ডিবিসি টিভি), শাহ অলিদুর রহমান (সময় টিভি) ও হাসানাত কামাল (বিটিভি) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন, রজত কান্তি গোস্বামী, আকমল হোসেন নিপু ও নজরুল ইসলাম মুহিব। দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মৌলভীবাজার প্রেসক্লাবে প্রথমবারের মতো এই নির্বাচন অনুষ্ঠিত হয়।