এসএসসিতে মৌলভীবাজারে পাসের হাড় ৭৩ দশমিক ৮৩ শতাংশ
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২২, ৪:৫৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এবার সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। এর মধ্যে মৌলভীবাজার জেলায় পাসের হাড় ৭৩ দশমিক ৮৩ শতাংশ।
পাসের হারের দিক দিয়ে সিলেট শিক্ষাবোর্ডের অধীন চার জেলার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে সিলেট জেলার শিক্ষার্থীরা। এই জেলায় পাসের হার ৮১ দশমিক ৯৫ শতাংশ। এ ছাড়া সুনামগঞ্জে ৭৯ দশমিক ৯৫ শতাংশ ও হবিগঞ্জে ৭৭ দশমিক ৮৬ শতাংশ।
সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল।
এ সময় তিনি জানান, এ বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ১৬ হাজার ৪৯০ জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৫ হাজার ৩৯১ জন। আর কৃতকার্য হয়েছে ৯০ হাজার ৯৪৮ জন।
এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় ২৩ হাজার ২৩০ জন অংশ নিয়েছে। আর পাস করেছে ২১ হাজার ৭৩৭ জন। বিজ্ঞানে পাসের হার ৯৩ দশমিক ৫৭ শতাংশ। মানবিক বিভাগে ৮৪ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করে পরীক্ষায় অংশ নেয় ৮৩ হাজার ৩১৫ জন। আর পাস করেছে ৮১ হাজার ৪৮৩ জন। পাসের হার ৭৩ দশমিক ৮০ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয় ৮ হাজার ৮৪৬ জন। এর মধ্যে পাস করেছে ৭ হাজার ৭২৮ জন। এই বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৩৬ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৩ হাজার ২৫৪ এবং মেয়ে ৪ হাজার ৩১১ জন। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৯৪ জন, মানবিকে ৩৮৯ এবং ব্যবসায় শিক্ষায় ২৮৩ জন।