ছাত্রদলের সভাপতি-সম্পাদকের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২২, ৫:৩৭ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
শহীদ নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জ আড়াইহাজারে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সহ নেতৃবৃন্দের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের নেতৃত্বে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করে মৌলভীবাজার জেলা ছাত্রদল।
২৩নভেম্বর বুধবার মিছিলটি শহরের আলী ফার্নিচারের সামনে থেকে শুরু হয়ে কুসুমবাগ প্রদক্ষিণ করে পেট্রোল পাম্পের সামনে সমাবেশের মাধ্যেমে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদুর রহমান,মোহাইমিনুর রহমান দিপু ,যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান সাজিব, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু, শাওন আহমেদ, যুগ্ম আহবায়ক সৈয়দ তপু আলী, মাহফুজুর রহমান রাব্বি, মুনিম আহমেদ, হুমায়ুন আহমেদ, তায়েফ আহমেদ প্রমুখ।