শিক্ষার্থীদের মাঝে ‘মৌলভীবাজার পৌরসভা শিক্ষাবৃত্তি’ প্রদান
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২২, ৭:১৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের নগদ অর্থবৃত্তি ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রমুখ।
মৌলভীবাজার পৌরসভা শিক্ষাবৃত্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও শিশু উন্নয়ন গবেষক জসীম উদ্দীন মাসুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, শিক্ষাবিদ মায়া ওয়াহেদ, মৌলভীবাজার মেধা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, মৌলভীবাজার মহিলা সমিতির সাধারণ সম্পাদক ডা. নাজনীন আক্তার, পৌর কাউন্সিলর ফয়সল আহমদ, সৈয়দ সেলিম হক ও অ্যাডভোকেট পার্থ সারথি পাল প্রমুখ। এতে শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে প্রথমবারের মতো শিক্ষাবৃত্তি চালু করা হয়। আজ প্রায় ৭০ জন শিক্ষার্থীকে নগদ চার হাজার টাকা করে অর্থবৃত্তি এবং ২০০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও অভিনন্দনপত্র দেওয়া হয়।
মেয়র ফজলুর রহমান জানিয়েছেন শিক্ষার মান উন্নয়নে এই উদ্যোগ অব্যাহত থাকবে। এখন থেকে প্রতিবছর দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মানা দেওয় হবে।
শিক্ষাবৃত্তির কমিটির সদস্যরা হলেন : প্রধান পৃষ্ঠপোষক- মেয়র ফজলুর রহমান, আহ্বায়ক- অধ্যাপক আব্দুল খালিক, সদস্য- জসীম উদ্দীন মাসুদ, হাসানাত কামাল, অ্যাডভোকেট পার্থ সারথি পাল, শর্মিলা দেব, তাহমিদা ইসলাম কনক এবং রাশেদা বেগম।