শেরপুরে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২২, ৭:০৯ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারের শেরপুরে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু হলো। এর মধ্য দিয়ে ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হলো।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে রবিবার ৫০টি অর্থনৈতিক অঞ্চলের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এই ৫০টি শিল্প ও অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ (বেজা) সূত্রে জানা যায়, জেলার শেরপুরে ৩৫২ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল। এখানে ৪৪ হাজার লোকের কর্মসংস্থান হবে। একে ঘিরে গড়ে ওঠা অন্যান্য ব্যবসাতেও লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে। এখানে ৬টি বড় শিল্প প্রতিষ্ঠানকে ২৩১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। যেখানে ১৯টি শিল্প কারখানা গড়ে উঠছে।
এখানে নিজস্ব বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে ডাবল গেজিং ইন্ডাস্ট্রিসহ কয়েকটি ইন্ডাস্ট্রি উৎপাদন শুরু করেছে। বর্তমানে ডাবল গেজিং ইন্ডাস্ট্রিতে ২০ কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে, আরও ১০০ কোটি টাকা ইনভেস্ট করা হবে। তখন আরও ১ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মৌলভীবাজারের শেরপুরে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিলেট ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিক, মৌলভীবাজার পৌর সভার মেয়র মো. ফজলুর রহমান, বেজার সদস্য (এডমিনিট্রেশন এন্ড ফাইনান্স) আব্দুল আজিম চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সভাপতি মাহতাব মিয়া।
ডাবল গেজিং ইন্ডাস্ট্রির চেয়ারম্যান পলি আক্তার এমবি, প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মচারী-কর্মকর্তারা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউকে এবং মৌলভীবাজার চেম্বার প্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বেজার সদস্য বলেন, ৪১ সালের ভীষণ পূর্ণ করতে বেজা কাজ করছে। তিনি ব্যবসায়ীসহ সকলের সহযোগিতা কামনা করে বলেন, এখানে বড় বড় ৫টি কোম্পানিসহ মোট ১৯টি কোম্পানি কাজ করছে।
ডাবল গেজিং ইন্ডাট্রিজের চেয়ারম্যান বলেন, বেজা ও সরকার প্রবাসীদের এগিয়ে এসে শিল্প প্রতিষ্ঠায় সহযোগিতা করছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আশানুরূপ হচ্ছে না। তিনি বলেন, আরও সহজ করে কাজ করলে বিদেশিরা দেশে বিনিয়োগ করতে আগ্রহী হবে।