সমাবেশ থেকে ফেরার পথে সিলেটে ছাত্রদলের উপর হামলা
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২২, ২:৪৮ পূর্বাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে ছাত্রদল নেতাদের উপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় কয়েকজন ছাত্রদল নাম নেতা গুরুত্বর আহত হয়েছেন। তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, তত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি দেশব্যাপী বিভাগীয় সমাবেশ করে আসছে। শনিবার (১৯ নভেম্বর) সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিএনপির সিলেটে ছিল বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ। সমাবেশ শেষে ছাত্রদল নেতা আলিম আল হালিম, আরিফুজ্জামান, সাজিদুর রহমান সোহান, আদিয়ান নোমান সহ কর্মীদের একটি গ্রুপ ফেঞ্চুগঞ্জ ফেরার পথে তাদের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন ছাত্রদলের ৮-১০ নেতা ও কর্মী। এসময় স্থানীয়রা এসে প্রথমে তাদেরকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে পরবর্তীতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সাজিদুর রহমান সোহান এবং আদিয়ান নোমান সেখানে চিকিৎসাধীন আছেন।
সাজিদুর রহমান সোহানের বাবা হেলালুর রহমান বলেন, আমার ছেলে সহ ছাত্রদল নেতাদের বিনা কারণে ছাত্রলীগের নেতাকর্মীরা মেরেছে। তাদেরকে মারার কারণ তারা বিএনপির সমাবেশে লোকজন নিয়ে উপস্থিত হয়েছে। আগেও তারা আমার ছেলেসহ ছাত্রদলের নেতাদের মারার হুমকি দিয়েছে। আমি আমার ছেলের উপর হামলার বিচার চাই।
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আদিয়ান নোমান জানান, বিভাগীয় সমাবেশ শেষ করে আমরা সবাই বাড়ি চলে আসার পথে আমাদের উপর হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগের এ আর সাজেদ গ্রুপ সহ বেশ কয়েকজন নেতাকর্মী মিলে হামলা চালায়। হামলায় আমি সহ কয়েকজন গুরুতর আহত হলে স্থানীয়রা আমাদেরকে হাসপাতালে নিয়ে যায়। আমরা ছাত্রলীগের বর্বরোচিত এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, এরকম হামলার কোন খবর পাইনি। আর ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।