সিলেটে বিএনপির গণসমাবেশের জন্য ১২৫ মাইক
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২২, ৬:২৫ অপরাহ্ণ
ওমর ফারুক নাঈম, সিলেট থেকে::
সিলেটে বিএনপির গণসমাবেশের জন্য ১২৫ টা মাইক প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে সমাবেশ স্থলের মাঠের মাইক লাগানো সম্পূর্ণ হয়েছে ।
শুক্রবার (১৮ নভেম্বর) সকাল থেকেই সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে রাজ মাইকের কর্মীরা মাইক লাগানোর কাজ শুরু করেন। বিকেলের দিকে মাঠের আশপাশের এলাকাগুলোতে মাইক লাগানোর কাজ শুরু হয়। এই সমাবেশকে ঘিরে ১২৫ টি মাইক লাগানোর জন্য প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
তিনি জানিয়েছেন, প্রয়োজনে আরো মাইকের ব্যবস্থা করা হবে। এই গণ সমাবেশ সিলেটের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করবে। সরকারের নানা রকম বাঁধা ধর্মঘট উপেক্ষা করে মানুষের জনস্রোত সিলেটে নামবে। কারো বাধাই থামাতে পারবে না।
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের দুই দিন আগেই হাজারো নেতাকর্মী জড়ো হয়েছেন। নেতাকর্মীদের ঢল নামে সমাবেশের ভেন্যু আলিয়া মাদরাসা মাঠে। অগ্রিম চলে আসা এসব নেতাকর্মী আশপাশের হোটেল ও সমাবেশের প্যান্ডেলে অবস্থান নিয়েছেন। বিভিন্ন জেলা ও ইউনিট আলাদা আলাদা ক্যাম্প বসিয়েছে মাঠে। ব্যবস্থা করা হয়েছে ফুড বুথ ও পানি সরবরাহের।
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেন, সব বাধা উপেক্ষা করে মৌলভীবাজার থেকে হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে সিলেটে অবস্থান করছেন। আরো অনেক মানুষ আসবেন। প্রয়োজন মানুষ পায়ে হেঁটেও আসবেন। তবুও এই সমাবেশ সফল হবে। এসব ধর্মঘট, বাধা ভয় আমরা আমলে নিচ্ছি না। সরকার ভয় পেয়ে আমাদের বাঁধা দিচ্ছে।
সমাবেশস্থল পরিদর্শন করতে এসে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সরকার বাঁধা দিয়ে আমাদের সমাবেশকে আরো সফল করে দিয়েছে। আগে হয়তো কয়েকঘণ্টার সমাবেশ হতো কিন্তু এটি এখন দশ দিনের সমাবেশে পরিণত হয়েছে।
প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর ১৯ নভেম্বর (শনিবার) সিলেটে গণসমাবেশের আয়োজন করছে তারা। এটি বিএনপির ৭ম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থানীয় বিএনপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।