লিফলেট বিতরণের সময় মৌলভীবাজারে ছাত্রদল সভাপতিসহ আটক ৫
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২২, ৫:০৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
সিলেটের সমাবেশ নিয়ে গণসংযোগের সময় মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল আহমেদসহ ৫জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৩ নভেম্বর) দুপুরের মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন- জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল আহমেদ (৩০), পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন (৩৯), ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক তাজুল চৌধুরী (২৫), ছাত্রদল কর্মী সাব্বির আহমদ (২৩) ও শাকিল মিয়া (১৮)।
জানা যায়, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান গ্রুপের নেতাকর্মীরা সিলেট বিভাগীয় সমাবেশ নিয়ে গণসংযোগ করছিলেন। শহরের চৌমুহনা এলাকায় লিফলেট বিতরণ করার সময় পুলিশ ঘটনাস্থলে আসে। এসময় ছাত্রদলের সভাপতিসহ ৫নেতা ও কর্মীকে আটক করে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক বলেন, শহরের চৌমুহনা এলাকা থেকে তাদের আটক করা হয়। আমরা এখনো মাঠে আছি। আমাদের অভিযান অব্যাহত আছে।