জামেয়া কাজির বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের পূনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২২, ১০:১১ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ.এর প্রতিষ্ঠিত জামেয়া মাদনিয়া কাজির বাজার সিলেটের প্রাক্তন ছাত্র পূনর্মিলনী ও দোয়া মাহফিল মৌলভীবাজার এর নাজাত ইসলামী মারকাজ এর কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ নভেম্বর উক্ত মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর বরুনা পীর সাহেব মুফতী মুহাম্মদ রশীদুর রহমান ফারুক।
এছাড়াও বক্তব্য রাখেন সিলেটের বর্ষীয়ান আলেম রাজনীতিবিদ মাওলানা রেজাউল করীম জালালী, জামেয়া মাদনিয়া কাজির বাজার সিলেটের বর্তমান প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা, জামেয়া মাদনিয়া কাজির বাজার সিলেটের নাজীম মুফতী মাওলানা শফিকুর রহমান, জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার প্রাক্তন ফাজিল ও উস্তাদ লন্ডন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ব্যাক্তিত্ব ও নাজাত ইসলামী মারকাজের প্রতিষ্ঠিতা ব্যারিষ্টার মাওলানা সালেহ আহমদ হামিদী, প্রাক্তন ফাজিল মাওলানা এমরান আলম, মাওলানা শাহ মমশাদ জামেয়া আরাবিয়া ইসলামিয়া মৌলভীবাজার এর প্রিন্সিপাল মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমী, সুনামগঞ্জের বিশিষ্ট আলেম দাঈ মুফতী আজিজুল হক, সিলেটের প্রিন্সিপাল জাহিদ চৌধুরী, স্পেন প্রবাসী আলেম লেখক মাওলানা আব্দুল কাদের মাহদী প্রমুখ।
এতে বিভিন্ন এলাকা থেকে আগত জামেয়ার প্রক্তন ছাত্র, ফাজিল,ফুজালা, আবনা ও মাদ্রাসা সমূহের মুতামিম-নাজিম সাহেব ও কমিউনিটি ব্যাক্তি বর্গ অংশ গ্রহণ করেন।