রাস উৎসবেই মৃত্যুর কূলে ঢলে পড়লেন নৃত্যশিল্পী
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর ২০২২, ৫:১৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের কমলগঞ্জে রাস উৎসবেই মৃত্যুর কূলে ঢলে পড়লেন নৃত্যশিল্পী পূর্ণ চন্দ্র সিংহ।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১২ টায় কমলগঞ্জের মাধবপুর জোড়ামাণ্ডপে তার মৃত্যু হয়। মণিপুরী মহা রাসলীলা সেবা সংঘর প্রকাশনা সম্পাদক নির্মল এস পলাশ এতথ্য নিশ্চিত করেছেন।
পূর্ণ চন্দ্র সিংহ কমলগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা। তিনি কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের কালারায়বিল গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মাধবপুর জোড়ামাণ্ডপে রাসোৎবে দোহার নৃত্যের মধ্যেই লুটে পড়েন নৃত্য শিল্পী পূর্ণ চন্দ্র সিংহ। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মৃত্যুতে রাস উৎসব জুড়ে শোক নেমে আসে।
উল্লেখ্য, মণিপুরী সম্প্রদায়ের মূল বাসস্থান মণিপুরের বাইরে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুরে সর্বপ্রথম মণিপুরি রাসলীলার প্রচলন ঘটে ১২৪৯ বঙ্গাব্দে (১৮৪২ সাল)। তবে এরও বহু আগে থেকেই এই উৎসব প্রচলিত।বর্তমানে বৃহত্তর সিলেটের নৃগোষ্ঠীগুলোর অন্যতম মণিপুরি সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব এই রাসলীলা।এই উৎসব পালন করতে মহারাসলীলানুকরণ জোড়ামণ্ডপের মাঠে কলাগাছে সুসজ্জিত তিনটি মঞ্চে তিনটি গোষ্ঠলীলা অনুষ্ঠিত হয়। বালকেরা রাখাল সেজে নৃত্য ভঙিমায় কৃষ্ণের বাল্যজীবনের বহু ঘটনা ফুটিয়ে তোলে। এবার মাধবপুর জোড়ামণ্ডপে ১৮০তম রাস উৎসব হবে। অন্যদিকে, আদমপুরে হবে ৪০তম রাস উৎসব।