শেখ হাসিনার অনুকম্পায় খালেদা জিয়া বাসায় থাকতে পারছেন: প্রতিমন্ত্রী খালিদ
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর ২০২২, ৫:১১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জিয়াউর রহমানের হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছেন৷ তাঁর হাতে হত্যার রক্ত লেগেছিলো৷ আর খালেদা জিয়া শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছিলো কিন্তু তিনি এখন সাজাপ্রাপ্ত আসামি। অথচ এখন শেখ হাসিনার অনুকম্পায় খালেদা জিয়া বাসায় থাকতে পারছেন।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারে জেলা সাহিত্য মেলা ২০২২ এ প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, শিক্ষার সাথে সংস্কৃতির সম্মিলন ঘটাতে হবে। শুধু একাডেমিক পড়াশোনা দিয়ে জীবনে সাফল্য সম্ভব নয়। তাই সাহিত্যের প্রতি আমাদের আগামী প্রজন্মকে দৃঢ় হতে হবে। এ সময়ে সাহিত্যমেলায় উপস্থিত শিক্ষার্থীদের কাছ থেকে জীবনের প্রথম ভোট নৌকায় দিবার অঙ্গীকার নেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুরের সভাপতিত্বে জেলা সাহিত্যমেলা উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অসীম কুমার উকিল।
আলোচনা করেন বাংলা একাডেমির পরিচালক নুরুনাহার খানম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাছের উদ্দিন রিকাবদার, মেয়র মো. ফজলুর রহমান প্রমুখ।