প্যারালিম্পিকের বিভাগীয় পর্যায়ে ব্লুমিংরোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর ২০২২, ৫:০৭ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন প্যারালিম্পিক কমিটির আয়োজনে আন্তর্জাতিক প্যারালিম্পিকে অংশ গ্রহণের জন্য বিভাগীয় পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের লক্ষ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন ইভেন্টের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে।
গত (১লা নভেম্বর) কক্সবাজার জেলার বিকেএমপিতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন ইভেন্টের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়।
বাচাই প্রতিযোগিতায় ৮টি ইভেন্টে চট্রগ্রাম ও সিলেট বিভাগের ৪১টি অটিস্টিক বিদ্যালয়ের ১৫৮ জন প্রতিযোগি অংশ গ্রহণ করে। সিলেট বিভাগের পক্ষে মৌলভীবাজার জেলার ব্লুমিংরোজে সবুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় অংশ গ্রহণ করে এবং ০৪টি ইভেন্টে ০৮টি পুরস্কার লাভ করে। মাহিমা খাতুন মিম হ্যান্ডবলে প্রথম ও ফুটবলে তৃতীয়, দেবব্রত রায় বিপ্র হ্যান্ডবলে দ্বিতীয়, রিয়া রানী দাশ ফুটবল ও দৌড় প্রতিযোগিতায় প্রথম, তানিয়া আক্তার সুমাইয়া ফুটবল ও দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয়.সাঁতারে মাহিমা আক্তার প্রথম পুরস্কার লাভ করে এবং জাতীয় পর্যায়ে বাছাইয়ের জন্য নির্বাচিত হয়।
নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে জাতীয় পর্যায়ে বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে এবং বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে প্যারালিম্পিক কমিটির দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবে এবং বাংলাদেশ প্যারালিম্পিক টিম গঠন করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে ।