সাংবাদিক হোসাইন আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজার ও রাজনগরে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৫ নভেম্বর ২০২২, ৪:৩৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য হোসাইন আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজার শহর ও রাজনগর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
শনিবার সকালে ‘যুগান্তর স্বজন সমাবেশ’র আয়োজনে উপজেলা পরিষদ ফটকে সামনের সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুগান্তর স্বজন সমাবেশের রাজনগর উপজেলা সভাপতি ও শিক্ষক রেজওয়ানুল হক পিপুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফুয়াদ আহমদ মুরাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব ও সাংবাদিক শংকর দুলাল দেব, রাজনগর আইডিয়েল হাই স্কুলের সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম মামুন, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, যুগান্তর স্বজন সমাবেশের সদস্য ফয়ছল আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত ২৯ অক্টোবর রাতে একদল সন্ত্রাসী সাংবাদিক হোসাইন আহমদ সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে সংশ্লিষ্টদের দুর্নীতি ও সেচ্চাচারিতার সংবাদ জনগণের কাছে তুলে ধরেছেন। বিভিন্ন সময় তাকে থামিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি রক্ষার স্বার্থে সাংবাদিকরা অনিয়ম রোধে কাজ করেন। অথচ সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে সন্ত্রাসীরা নিজেদের স্বার্থে আঘাত লাগলেই সাংবাদিকদের উপর হামলা-নির্যাতন চালায়। অবিলম্বে এসব দূবৃত্তায়ন বন্ধ না হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হতে বাধ্য। হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবী জানান বক্তারা।
এদিকে সকালে মৌলভীবাজার শহরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব। এতে বক্তব্য রাখেন মৗলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ সুমন, সিনিয়র সাংবাদিক শই সরকার জবলু, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রিপন আহমদ, সাংবাদিক সাজন আহমদ, শিশু সংগঠন আব্দুল্লাহ আল মুনতাসির, শিক্ষক ও সাংবাদিক সুমন আহমদ, সাংবাদিক অলি আহমদ মাহিন, কলেজ ছাত্র মোয়াজ্জেম হোসেন প্রমুখ।