সিলেটের সমাবেশে সরকারকে আল্টিমেটাম দেয়া হবে
প্রকাশিত হয়েছে : ২ নভেম্বর ২০২২, ৬:৫৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না বলেন, বাজার ব্যবস্থা এখন ঝুঁকি মুখে গামিতে আরো বেশী ভয়াবহ পরিস্থিতি হবে তাই দেশের মানুষকে বাঁচাতে হলে যুবদলের কর্মীদের রাজপথে নামতে হবে। সিলেটের মহাসমাবেশ থেকে এ সরকারকে আল্টিমেটাম প্রদান করা হবে।
২ নভেম্বর বুধবার বিকালে মৌলভীবাজার কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবদল আয়োজিত যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব বলেন।
জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মুহিতের সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও সাবেক এমপি এম. নাসের রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি রোজিনা নাসের, ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাহুর রহমান, স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জি এম মুক্তাদির রাজু, যুব দল নেতা জিল্লুর রহমান জিল্লুদু প্রমুখ।
এম. নাসের রহমান তাঁর বক্তব্যে বলেন, এ সরকার ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিবাদী সরকারের মূল লক্ষ্য থাকে জনগণকে দমন-পীড়নের মাধ্যমে ঠিকে সরকার টিকিয়ে রাখা । পুলিশ নিরেপক্ষ হলে আওয়ামীলীগের লোকজনকে রাস্তায় খুঁজেও পাওয়া যাবে না।
মিজানুর রহমান মিজান বলেন, সরকারি দলের নেতারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশে অর্থনৈতিক মন্দা তৈরি করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সমাবেশে প্রধান অতিথির কথা থাকলেও তিনি না আসায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।