মৌলভীবাজারে যুবদলের মহা সমাবেশ, আসছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি
প্রকাশিত হয়েছে : ১ নভেম্বর ২০২২, ৯:০১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
রাত পোহালেই মৌলভীবাজারে যুবদলের মহা সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে আসছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (২ নভেম্বর) মৌলভীবাজারে যুবদলের মহা সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি যুবনেতা সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।
বুধবার দুপুর ১টার দিকে শহরের কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মোহিত।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান।