সাংবাদিক হোসাইন আহমদের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ১ নভেম্বর ২০২২, ১:৫২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
দৈনিক যুগান্তর পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক হোসাইন আহমদের ওপর হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজার প্রেসক্লাব।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত বলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগান্তর পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ গত ২৯ অক্টোবর রাতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ এম সাইফুর রহমান সড়কের প্রধান ডাকঘরের কাছে এ বর্বর হামলার ঘটনা ঘটেছে। আহত হোসাইন আহমদ ধারণা করছেন সংবাদ সংক্রান্ত ঘটনার প্রেক্ষিতে হামলার শিকার হয়েছেন। এ ধরণের ঘটনা খুবই দুঃখজনক ও নিন্দনীয়।
বিবৃতিতে বলা হয়, একজন সংবাদ কর্মীর ওপর এমন বর্বরোচিত হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য অন্তরায় বলে আমরা মনে করি। মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যকরী পরিষদসহ সাংবাদিকবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এই ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিতপ‚র্বক দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি করছি।
উল্লেখ্য, সাংবাদিক হোসাইন আহমদের ওপর হামলার প্রতিবাদে আজ (১ নভেম্বর) দুপুরে মানববন্ধন করেছে যুগান্তর স্বজন সমাবেশ, ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডমসহ বিভিন্ন সংগঠন। এসময় তারা অবিলম্বে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।