যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধির উপর হামলা করেছে সন্ত্রাসীরা
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২২, ১১:৫৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
দৈনিক যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমেদর উপর হামলা করেছে সন্ত্রাসীরা।
শনিবার (২৯ অক্টোবর) রাত ৯টায় মৌলভীবাজার শহর পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে একটি কার ও তিনটি মোটর সাইকেল দিয়ে হামলা করে সন্ত্রাসীরা।
হোসাইন আহমদ জানান, তিনি নিজ অফিস থেকে মোটরসাইকেল যোগে পোষাক আনার জন্য ট্রেইলারের দিকে যাচ্ছিলেন। এই সময় তিনি শহরের পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে আসলে একটি সাইকেল দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। পরে কার থেকে অস্ত্র বের করে সন্ত্রাসীরা পিটাতে থাকে। এক পর্যায়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তিনি আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার সদর হাসপাতালে হোসাইনকে দেখতে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তসহ মৌলভীবাজার প্রেস ক্লাবের সদস্যরা।