সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২২, ৬:২৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
সাহিত্য সম্মেলন ও সাস্কৃতিক উৎসব (২০২২) উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, মৌলভীবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট রাধাপদ দেব সজল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউল হক জিয়া, জেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আলী চুন্নু, লেখক নৃপেন্দ্রলাল দাশ, জেলা কালচারেল অফিসার জ্যেতি সিনহা, রেডিও পল্লীকন্ঠের স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, লেখক দীপঙ্কর মোহান্ত, শিক্ষক ও অধ্যাপক অবিনাশ আচার্য্য, চ্যানেল এস এর খালেদ চৌধুরী প্রমুখ।
আগামী ৮ ও ৯ নভেম্বর মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হবে।