ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির উদ্যোগে ‘চিলড্রেন মাউলিদ ২০২২’ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২২, ২:০৪ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
ইংল্যান্ডের কভেন্ট্রি শাহজালাল মসজিদ কমিউনিটি সেন্টারে ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির আয়োজনে আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে ‘চিলড্রেন মাউলিদ ২০২২’।
ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির পরিচালক আলহাজ্ব মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা আবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হাদিস লতিফিয়া লন্ডনের হেড টিচার মুফতী মাওলানা মারুফ আহমদ।
মাহফিলে উপস্থিত ছিলেন ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির পরিচালক আলহাজ্ব রেজাউল হক মুক্তা, সিরাজাম মুনিরা জামে মসজিদ ও এডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, সেন্টারের শিক্ষক কারী মুহাম্মদ মাহফুজ, ইমাম মাওলানা মাসুম আহমদ।
শামসুদ্দোহা শিল্পিগোষ্ঠীর নাশিদ পরিবেশনায় প্রাণবন্ত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শাহজালাল জামে মসজিদের ইমাম হাফিজ মুহাম্মদ নূরুল ইসলাম।