স্কুলের পাশ থেকে অজগর সাপ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম থেকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধায় একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সন্ধ্যা ৭ টার দিকে নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী মসজিদ মার্কেটের পাশে একটি অজগর সাপ দেখে স্হানীয় লোকজন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ঘটনাস্হল থেকে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। পরে বন্যপ্রাণী বিভাগকে খবর দিলে আজ রাত ৮ টার দিকে জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম বনকর্মীদের নিয়ে সাপটিকে বন্যপ্রাণী কার্যালয়ে নিয়ে আসেন।
বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের সহকারি বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র বলেন, অজগরটি সুস্হ আছে। এটিকে বর্তমানে বন্যপ্রাণী কার্যালয়ে রাখা হয়েছে। পরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।