মৌলভীবাজারে আগাম শীতের আমেজ
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২২, ৫:৪১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
ভৌগলিকভাবে চায়ের রাজ্য মৌলভীবাজার জেলায় প্রতিবছর শীতের আমেজ শুরু হয় একটু আগেই। শীত মৌসুমের অনেকটা ভাগ সময়ই এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। অন্যান্য জেলার তুলনায় শীতের অনুভুতিও হয় বেশ তীব্র। এ বছরও আগে ভাগেই নামছে এ জেলায় শীত। আর তা জানান দিচ্ছে প্রকৃতি।
সরেজমিনে দেখা যায় গত কয়েকদিন ধরে মৌলভীবাজারে দেখা মিলেছে বছরের প্রথম কুয়াশার।দিনের বেলায় বেশ গরম থাকলেও রাত থেকেই শুরু হয় কুয়াশা পড়া। রাত বাড়ার সঙ্গে বাড়ছে কুয়াশার গাঢ়ত্ব। সকাল অবধি থাকে এই কুয়াশা। রাত ও ভোরের এই কুয়াশা পথঘাটে দৃষ্টিসীমা হরণ করছে। ঘাস এবং ফসলের ডোগায় জমছে শিশির বিন্দু। গত কয়েকদিন ধরে আবহাওয়ার এমন পরিবর্তন দেখছেন এ এলাকার মানুষ।
আবহাওয়া অফিস বলছে, কয়েকদিন ধরেই এখানকার সর্বনিম্ন তাপমাত্রা গড়ে ২২ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। নভেম্বরের ১৫ তারিখ থেকেই থেকে এ জেলায় অনুভুত হবে তীব্র শীত।
স্থানীয়রা জানান, এখনো তেমন শীত অনুভূত না হলেও সন্ধ্যা নামার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাতভর বৃষ্টির মত টুপটুপ করে কুয়াশা ঝরতে থাকে। বিশেষ করে ধানের শীষে শিশির বিন্দু জমতে দেখা যায়। সকালে যারা ঘাসের ওপর দিয়ে হাঁটাচলা করেন কুয়াশার কারণে তাদের কাপড় ভিজে যায়।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের অফিসার্স ইনচার্জ মো আনিসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আজ ভোর ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্ৰি সেলসিয়াস। এ জেলায় শীত যেমন আগে শুরু হয়, তেমনি বিদায়ও হয় শেষে। এবছরও শীত অনুভূত হওয়া শুরু হয়েছে। আজ থেকেই শীতের মৌসুম শুরু। এখন থেকে তাপমাত্রাও কমা শুরু হবে এবং তীব্রতা বাড়বে শীতের।