দেশসেরা পুরস্কার পেলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২২, ৫:৩৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের জটিল প্রক্রিয়াকে সহজ করে নাগরিকদের প্রাপ্য সেবাটি পৌঁছে দেয়ায় দেশসেরা পুরস্কার পেলেন মৌলভীবাজারের মেয়র ফজলুর রহমান।
রবিবার (১৬ অক্টোবর) দুপুরে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ফজলুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন।
জানা যায়, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সঙ্গে সম্পাদনের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে দেশসেরা মনোনীত হয়েছেন তিনি। এরইসঙ্গে একই বিষয়ে মৌলভীবাজারের স্থানীয় সরকার উপ-পরিচালক মল্লিকা দে শ্রেষ্ঠ উপ-পরিচালকও নির্বাচিত হয়েছেন। ওই অনুষ্ঠানে জন্ম ও মৃত্যু নিবন্ধনে অবদানের জন্য বিশেষ স্বীকৃতির পুরস্কার দেয়া হয়।
মেয়র মো. ফজলুর রহমান বলেন, কিছু ব্যতিক্রমী উদ্যোগের ফলে সেবা প্রদানের জটিল এই প্রক্রিয়াটি পৌর নাগরিকরা সহজ ও দুর্ভোগ ছাড়াই এখন গ্রহণ করতে পারছেন। এমন কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে দেশসেরা পুরস্কার পাচ্ছেন মৌলভীবাজার পৌরসভা।
তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়াটি জটিল ছিল। মানুষের দুর্ভোগ লাঘবে বেশকিছু পদক্ষেপ নিয়েছি। এখন এর বেশ সুফলতাও পাচ্ছি। এ কাজে আমার পৌরসভার সম্মানিত কাউন্সিলারবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আন্তরিকতার কোনো কমতি নেই। সকলের প্রচেষ্টায় এখন সেবাগ্রহীতা নাগরিকরা সন্তুষ্ট হচ্ছেন। এই পুরস্কারটি আমাদেরকে এই কাজসহ সেবামূলক অন্যান্য কাজেও অনুপ্রাণিত করবে।