শ্রীমঙ্গলে ব্যবসায়ীর বাসায় হামলা-ভাঙচুর, বাচ্চাদের তোলে নেয়ার হুমকি
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২২, ৬:৫৬ অপরাহ্ণ
ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিরাহিমপুর এলাকায় ব্যবসায়ী, সাবেক ছাত্রদল নেতা ও শ্রীমঙ্গল উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মোঃ তোফায়েল আহমদ এর বাড়িতে অতর্কিত হামলা করেছে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী বাহিনী। এঘটনায় ব্যবসায়ী মোঃ তোফায়েল আহমদ এর বাড়ি’র ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলাকারীরা চলে যাবার সময় যুবদল নেতা মোঃ তোফায়েল আহমদ’কে না পেলে তার বাচ্চাদের তোলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। ১০ অক্টোবর বিকাল ৫টায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ব্যবসায়ী ও যুবদল কর্মী মোঃ তোফায়েল আহমদ’কে খোঁজে তার বাড়িতে যান আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা মোঃ তোফায়েল আহমদকে না পেয়ে বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর করে। এসময় হামলাকারীরা হুমকি দেয় আগামী ১০ দিনের মধ্যে মোঃ তোফায়েল আহমদ’কে উপস্থিত না করলে তার ছেলে-মেয়ে ও পরিবারকে তোলে নিয়ে যাবে। এসময় হামলাকারীদের ভয়ে ব্যবসায়ী মোঃ তোফায়েল আহমদ এর বাড়ির লোকজন প্রাণ রক্ষার্থে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এবিষয়ে জানতে ব্যবসায়ী ও যুবদল নেতা মোঃ তোফায়েল আহমদ এর স্ত্রী মোছাঃ আকলিমা আক্তার ডলি প্রতিবেদককে বলেন, আমার স্বামী দীর্ঘ দিন যাবৎ শ্রীমঙ্গলে সুনামের সাথে ব্যবসা করে আসছেন। পাশাপাশি তিনি বিএনপি’র রাজনীতি ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। এক পর্যায়ে আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী তার দোকানে এসে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় ২০১৯ সালে দোকানে আমার স্বামীর উপর তারা হামলা করে। পরবর্তীতে মিথ্যা মামলাও দায়ের করে। এদিকে আমার স্বামীর উপর মিথ্যা মামলা থাকায় আমার স্বামী পুলিশি হয়রানির স্বীকার হন। ঠিক মতো ব্যবসা করতে পারেন না। এদিকে আওয়ামীলীগের সন্ত্রাসীরা আমার বাসা বাড়িতে হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। আমার ছেলে-মেয়েকে উঠিয়ে নেয়ার হুমকি দেয়। অনতি বিলম্বে তাদের অনিয়ম, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি যানাচ্ছি।
এবিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বলেন, আমরাও এই ঘটনা শুনেছি। হামলার সাথে সংশ্লিষ্টদের গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।