মৌলভীবাজারে ৫-১১ বছরের শিশুদের করোনা টিকাদান কর্মসূচি শুরু
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২২, ৬:৪৫ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজার জেলায় আজ থেকে শুরু হয়েছে উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনা টিকাদান কর্মসূচি।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে শহরের শিশু বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান ও সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
সিভিল সার্জন জানান- জেলায় ৫ থেকে ১১ বছর বয়সী ২ লাখ ৯৮ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) প্রথমদিন মৌলভীবাজার পৌরসভার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়হাট আবু শাহ দাখিল মাদ্রাসায় টিকা কার্যক্রম চলে। পৌর এলাকায় চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।
এছাড়া জেলার ই্উনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রমের দিন-তারিখ ও ব্যবস্থাপনা করবেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সেভাবে টিকা দেবে স্বাস্থ্য বিভাগ।
সদর উপজেলার টিকাদান কর্মসূচির শিডিউল-
স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক আইনিউজকে জানান- জেলা ও উপজেলা পর্যায়ে ৫-১১ বছর বয়সী শিশুদের টিকাদান কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১২ দিন। এরপর একদিন শুধু জেলা ও উপজেলা পর্যায়ের স্কুলের বাইরে থাকা ৫-১১ বছর বয়সী শিশুদের টিকার আওতায় আনতে সারা দেশে একযোগে কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
শামসুল হক বলেন, প্রতিদিন সকাল ৯টা থেকে টিকা কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/ প্রতিনিধি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বা পৌরসভা কর্তৃপক্ষ আলোচনা করে টিকাদান কার্যক্রমের সময় নির্ধারণ করবেন।