নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার জন্য বিএনপির কোনো পথ নেই: মৌলভীবাজারে নানক
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২২, ৬:০৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির নেতাদের কথায় কি দেশ চলবে। তাদের কতো ঈদ চলে গেছে। কুরবানীর ঈদ রোজার ইদ চলে গেল। তাদের ঈদের আর দেখা মিললো না। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিবেন না। গণতান্ত্রিক শিষ্টাচার বহির্ভূত কথা বলবেন না। ক্ষমতায় আসার জন্য একটি পথই আছে, সেটা হলো নির্বাচন। এদেশে হত্যা খুনের রাজনীতি শেখ হাসিনা সাংবিধানিক ভাবে চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছে। জনগণের কাছে আসেন। জনগণের নির্বাচনে অংশ নেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনই হবে আসল মাপকাঠি। সেই দাড়িপাল্লায় আপনার বিজয়ী হন। আমাদের অতিথি ঐতিহ্য আছে। ২০০১ সালে একদিনও বেশি ক্ষমতায় ছিলেন না শেখ হাসিনা। ক্ষমতা হস্তান্তর করেছেন।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির সৃষ্টি হয়েছে সামরিক শাসন থেকে। সামরিক জান্তার পকেট থেকে আপনাদের জন্ম হয়েছে। আপনারা আবার গণতন্ত্রের কথা বলেন। লজ্জা করে না। আপনার ক্ষমতায় এসে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছেন। শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছেন। বাংলার জনগণ বিএনপিকে মেনে নেবে না। বিএনপি আন্দোলনের নামে পুলিশের উপর হামলা করবে আর এসব দেখে কিন্তু যুবলীগ বসে থাকবে না।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংসদ সদস্য আব্দুস শহীদ, নেছার আহমদ, সৈয়দা জোহরা আলাউদ্দিন প্রমুখ।