৫ বছর পর মৌলভীবাজার যুবলীগের সম্মেলন, নতুন নেতৃত্বে কারা!
প্রকাশিত হয়েছে : ৯ অক্টোবর ২০২২, ৫:১৩ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
পাঁচ বছর পর আগামী ১০ অক্টোবর মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে ক্ষমতাসীন দলের যুব সংগঠনটি।
যুবলীগের সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা। দীর্ঘদিন ক্ষমতার সাথে যুক্ত থাকায় সংগঠনে পদপ্রত্যাশীদের সংখ্যা বেড়েছে। দলের শীর্ষ দুই পদে স্থান পেতে ইতিমধ্যে জোর লবিং শুরু করেছেন পদপ্রত্যাশী নেতাকর্মীরা।
জানা গেছে, কাউন্সিল অধিবেশনে সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হবে নাকি কেন্দ্র থেকে ঘোষিত হবে নতুন নেতৃত্ব, এ নিয়ে শংকা রয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। তবে একটি সুত্রের দাবি, এবারের কমিটিতে চমক থাকবে নতুন নেতৃত্ব বাছাইয়ে। বাদ পরতে পারেন সর্বাধিক আলোচিত নেতারাও।
ইতোমধ্যে সম্মেলন ঘিরে নতুন সাজে সেজেছে মৌলভীবাজার শহর। নেতাকর্মীদের ছবি সম্বলিত তোরণ, ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে তিন উপজেলার প্রধান সড়কগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে সভাপতি ও সম্পাদক পদে পছন্দের প্রার্থীর সমর্থনে প্রচারণা করছেন অনেকেই। তবে, সৎ-পরিচ্ছন্ন, মেধাবী ও কর্মীবান্ধব নেতৃত্ব চান তৃণমূলের নেতা কর্মীরা।
জেলা যুবলীগ সূত্রে জানা যায়, আগামী সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
এছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এদিকে সম্মেলন শেষে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে কাউন্সিল অধিবেশন হওয়ার কথা রয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে কেন্দ্র থেকে সভাপতি ও সম্পাদক পদপ্রত্যাশিতদের জীবন বৃত্তান্ত গত ১৮ ও ১৯ মে এবং সভাপতি ও সম্পাদক পদ ব্যতীত পদে গত ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় যুবলীগের দফতর শাখায় জীবন বৃত্তান্ত গ্রহণ করা হয়। এতে ৯ জন সভাপতি ও সম্পাদক পদে ১১ জনসহ অন্যান্য পদে প্রায় ৩০০ জন পদপ্রত্যাশীরা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। দীর্ঘ পাঁচ বছর পর সম্মেলন হওয়ায় পদপ্রত্যাশীদের তালিকাও দীর্ঘ হয়েছে বলে জানা গেছে।
এর আগে ২০১৭ সালের ৪ মে মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি হিসেবে নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ রেজাউর রহমান সুমন নির্বাচিত হন।
জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ বলেন, ‘যুবলীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। গ্রহণযোগ্যভাবে নতুন নেতৃত্ব তৈরি করতে দলের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে সম্মেলন সফল করতে সার্বিক প্রস্তুতি শেষের পর্যায়ে রয়েছে।’