আবরারের স্মরণসভায় ছাত্রলীগের হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মশাল মিছিল
প্রকাশিত হয়েছে : ৮ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
ছাত্রলীগের হামলায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। একই সাথে ঢাবিতে হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় শহরতলীর ওয়াপদা এলাকা থেকে মশাল মিছিল বের হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা সভাপতি মাহবুবুর রহমান রুমেল ও সাধারণ সম্পাদক আব্দুল বারী খোবায়েব।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক আব্দুল বারী খোবায়েব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্মরণ সভা শুরুর পরপরই প্রক্টরিয়াল টিমের উপস্থিতে আমাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।আমরা কোনো দলীয় ব্যানারে এ প্রোগ্রাম করিনি। আমরা প্রোগ্রাম করেছি আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে। আমরা এই ন্যাক্কারজনক হামলায় ধিক্কার জানাই।
তিনি বলেন, ছাত্রলীগ এই হামলা করে আবারো প্রমাণ করলো তারা একটি সন্ত্রাসী সংগঠন। যেভাবে তাদের হাতে আবরার নিরাপদ নয় ঠিক তেমনি দেশের কোন সাধারণ শিক্ষার্থীরা তাদের হাত থেকে রেহাই পায় না। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনা হোক।
উল্লেখ্য, শুক্রবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত সভায় হামলা চালায় ছাত্রলীগ। এতে অন্তত ১০ জন আহত হন।