মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রচডেল আল ইসলাহর মাহফিল
প্রকাশিত হয়েছে : ৫ অক্টোবর ২০২২, ১১:০৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
আল ইসলাহ রচডেলের আয়োজনে মাহফিলে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে।
গত ০৩ অক্টোবর আনজুমানে আল ইসলাহ রচডেল গ্রেটার ম্যানচেস্টার এর আয়োজনে স্থানীয় জালালিয়া জামে মসজিদে মাহফিলে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির আলোচনা পেশ করেন আনজুমানে আল- ইসলাহ ইউকের সম্মানিত সভাপতি মাওলানা নজরুল ইসলাম মুহাদ্দিস ছাহেব।
বিশেষ অতিথির আলোচনা পেশ করেন শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) সুযোগ্য নাতি দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী, রচডেল আল ইসলাহ সভাপতি হাজী মো. আব্দুল বাসিতের সভাপতিত্বে এবং হাফিজ দেলওয়ার হাসান সুমনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মসজিদের ইমাম মাওলানা শাজাহান চৌধুরী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কুতুবউদ্দিন, হাফিজ সুহেল আহমেদ, মসজিদ কমিটির সাবেক চেয়ারম্যান মো. আরুছ মিয়া, জালালিয়া জামে মসজিদের সেক্রেটারি বশির আহমদ, হাজী আব্দুল আহাদ, ট্রেজারার মো. আব্দুস শহিদ খান, মো.শামিম খান, হাজী মোহাম্মদ জামাল উদ্দিন, মিলাদ রহমান।
পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেণ শাহজালাল একাডেমি রচডেল এর ছাত্র মো. সাকিব, হাদিস পরিবেশ করে মো. ওয়াছি, নাশিদ পাট করেণ, ইউসুফ আলী, মিনহাজ রহমান, সামিউল হক, জয়নুল হক।