বাংলাদেশ খেলাফত মজলিস বড়লেখা উপজেলার আহবায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ৪ অক্টোবর ২০২২, ১০:২৩ অপরাহ্ণ
প্রেস রিলিজ: বাংলাদেশ খেলাফত মজলিসের বড়লেখা উপজেলা শাখার সাধারণ সভা ৩ অক্টোবর সোমবার বাদ যোহর কাঠলতলী দারুল ফুরকান মিলনায়তনে শাইখুল হাদীস মাওঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা বদরুদ্দীন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল হাদীস মাওলান হাবিবুর রহমান কাসেমী
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি মুফতী হাবীবুর রহমান শামীম রাজনগরী, জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা বদরুদ্দীন, জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমী বলেন, আজ সমাজের প্রতিটি স্তরে বিশৃঙ্খলা ও অশান্তি এবং দূর্নিতি বিরাজমান । তাই আমরা যদি আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন এবং সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি চাই তাহলে কোরআনের বিধান ত্বথা খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। তিনি বলেন সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। অতএব: বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিটি কর্মীদের কে বাংলার ঘরে ঘরে খেলাফতের দাওয়াত পৌঁছে দিতে হবে। এসময় তিনি সাজানো ও ষড়যন্ত্র মূলক মিত্যা মামলায় কারাবন্দী বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মজলুম জননেতা শাইখুল হাদীস আল্লামা মাওলানা মুহাম্মাদ মামুনুল হক সহ কারাবন্দী উলামায়ে কেরাম দেরকে নিঃশর্তে মুক্তি দিতে সরকার এর প্রতি আহবান জানান ।
অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্য দের মতামতের ভিত্তিতে গঠিত আহবায়ক কমিটি নিম্নরুপ
আহবায়কঃ-
শাইখুল হাদীস মাওলানা নজরুল ইসলাম,
যুগ্নম আহবায়কঃ- মাওঃ মানোয়ার হোসেন মাহমূদী,
যুগ্নম আহবায়কঃ- মাওঃ লুৎফুর রহমান,
যুগ্নম আহবায়কঃ মাওঃ শামসুল ইসলাম বেলালী,
যুগ্নম আহবায়কঃ মাওঃ জিয়া উদ্দীন,
যুগ্নম আহবায়কঃ মাওঃ হুসাইন আহমদ,
সদস্য সচিবঃ- মাওঃ ইমাম উদ্দীন,
যুগ্ম সচিবঃ- মাওঃ ফয়জুল বারী,
যুগ্ম সচিবঃ- আব্দুল মুমিন,
যুগ্ম সচিবঃ- মাওঃ লুৎফুর রহমান
সদস্যঃ- মাওঃ গিয়াস আহমদ,
মাওঃ সাদ আহমদ, মাওঃ রেজাউল করিম, মাওঃ আহমদ, আলী, মাওঃ বদরুল ইসলাম, মাওঃ আতিকুর রহমান, মোঃ দেলওয়ার হুসাইন, মোঃ আলম আহমদ, মাওঃ শাকের আহমেদ রাফি, মুফতী তারেক আহমদ, ইকবাল হোসাইন সহ ২১ সদস্য বিশিষ্ট বড়লেখা উপজেলার আহবায়ক কমিটি গঠন করা হয়।