জামায়াত নেতা আব্দুস সামাদকে না পেয়ে বোনের স্বামীর উপর হামলা
প্রকাশিত হয়েছে : ৩ অক্টোবর ২০২২, ৫:৪৭ অপরাহ্ণ
ষ্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের জামায়াত নেতা আব্দুস সামাদ চৌধুরীর বোনের স্বামী হোসাইন আহমদ এর উপর অতর্কিত হামলা করেছে আওয়ামীলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা। হামলায় তিনি গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন। ২৯ অক্টোবর রাত ৯টায় মৌলভীবাজার পৌর শহরের সেন্ট্রাল রোডস্থ প্রধান ডাক ঘরের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত হোসাইন আহমদ এর স্ত্রী আয়শা আক্তার চৌধুরী জানান, আমার ভাই আব্দুস সামাদ চৌধুরী জামায়াত-শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। আওয়ামীলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তার উপর একাধিকবার হামলা করেছে। আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে বিগত ১৬ অক্টোবর আমাদের বাড়ি ও পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান রংধনু প্রিন্টার্সে হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। আমার এক ভাই আব্দুস সামাদ চৌধুরী দেশের বাহিরে এবং অপর ভাই আবু সালমান চৌধুরী নিরাপত্তাহীনতার কারণে বাড়িতে থাকতে পারে না। দুই ভাই বাড়িতে না থাকায় আমার স্বামী আমাদের ব্যবসা ও অন্যান্য বিষয় দেখছিলেন। যার প্রেক্ষিতে সন্ত্রাসীরা আমার স্বামীর উপর হামলা করে। এবিষয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। বরং আমাদেরকে নানাভাবে চাপ দিচ্ছে।
মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম বলেন, সাংবাদিক হোসাইন আহমদ এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।