জুড়ী ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
প্রকাশিত হয়েছে : ২ অক্টোবর ২০২২, ৪:২৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ।
রবিবার (২ অক্টোবর) বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বেলাল হোসাইন।
তিনি জানান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের স্বাক্ষরিত প্যাডে এ ঘোষণা করা হয়।
ঐ প্যাডে উল্লেখ করা হয়, মৌলভীবাজার জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার অন্তর্গত জুড়ি উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষনা করা হলো।
এছাড়াও প্যাডে আরও বলা হয়, জুড়ী উপজেলা শাখার নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ প্রত্যাশীদের আগামী ১৫/১০/২০২২ইং শনিবার বিকাল ২.৫০ মিনিট হইতে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য।
গত কয়েকদিন ধরে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। বলা যায় “টপ অব দ্যা মৌলভীবাজার”। এরমধ্যে জুড়ীতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খাঁন জয়’র আগমন। এইদিন রাতেই উপজেলা ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। জেলার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় মেয়াদোত্তীর্ণ হওয়ায় জরুরী সিদ্ধান্ত মোতাবেক কমিটি বিলুপ্ত করা হয়। এছাড়া দীর্ঘদিন ধরে এই কমিটির বিরুদ্ধে ছিল নানা অভিযোগ।