মৌলভীবাজারের তিন উপজেলা পূর্ণঃগঠন ও কর্মী সম্মেলনের সিদ্ধান্ত
প্রকাশিত হয়েছে : ২ অক্টোবর ২০২২, ৩:৪০ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১অক্টোবর শনিবার দুপুর শাহ মোস্তফা সড়কস্থ জেলা কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওঃ হাবিবুর রহমান ক্বাসেমীর সভাপতিত্বে ও জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠক একাধিক সাংগঠানিক পরিকল্পনা গ্রহণ করা হয় তার মধ্যে দাওয়াতি সফর, কমলগঞ্জ, বড়লেখা ও জূড়ী উপজেলা শাখা পূর্ণঃগঠন এবং আগামী ২৭ অক্টোবর জেলা শাখার উদ্দ্যোগে কর্মী সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি মাওলানা মাসুকুর রহমান, সহ সাধারণ সম্পাদক মুফতী মাওঃ হিফজুর রহমান হেলাল রাজনগরী, সাংগঠনিক সম্পাদক মাওঃ রহমত আলী, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ মুফতী রুহুল আমীন, বায়তুল মাল সম্পাদক মাওঃ আতাউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ ইসমাইল আলী, সহ প্রচার সম্পাদক মাওঃ আব্দুল হান্নান, অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, সদস্য মাওলানা বেলাল আহমদ, মাওলানা শেখ সাদী হুসাইন আহমদ আউয়াল জামশেদ আলী, রাজনগর উপজেলার দপ্তর সম্পাদক কে এম আনিছুর রহমান প্রমূখ। পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহ হে’র শান্তি এবং কারাবন্দী আলেমদের মুক্তির জন্য মোনাজাত করা হয়।