অনিতা দেব’র দুই কবিতা: আমার শিক্ষক ও নব বারতা
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৬ অপরাহ্ণ
আমার শিক্ষক
অনিতা দেব
শিক্ষক তুমি মহান
মানুষ গড়ার কারিগর,
তোমার দীক্ষায় প্রদীপ্ত
আজি জ্ঞানের বাতিঘর।
অক্ষর, শব্দ কিংবা
বাক্যের হাতেখড়ি,
প্রতিভাসিত হয় সদা
তোমার হাত ধরি।
ভুবনটাকে চেনাও তুমি
জ্বালাও প্রাণে আলো,
নিরক্ষরতার আঁধার ভেঙ্গে
আলোর প্রদীপ জ্বালো।
দূর করাও জীবন থেকে
মূর্খতা আর মন্দ,
জ্ঞানের শিখায় কেটে যায়
সকল দ্বিধা-দ্বন্দ্ব।
শিশুর শারীরিক, মানসিক
আর সামাজিক গুণাবলি,
তোমার জন্য এগিয়ে যায়
দৃপ্ত পায়ে চলি।
শিশুর নৈতিক, মানবিক
আর আধ্যাত্মিকতার সাধন,
তুমিই যেনো ভরিয়ে তোল
পূর্ণতা পায় জীবন।
নান্দনিকতায় পূর্ণ করো
দেশাত্মবোধ জাগাও,
উন্নত জীবনের স্বপ্ন দর্শনে
এগিয়ে নিয়ে যাও।
নব বারতা
অনিতা দেব
শারদ গগনে মেঘের ভেলায়
শুভ্রতার আভা ছেয়ে যায়,
প্রকৃতি নিজেকে সাজিয়ে তোলে
শরতের আগমনী গান গায়।
শারদ অনিলে শিউলির গন্ধে
স্নিগ্ধতায় ভরে প্রাণ-মন,
হাওয়ায় দুলে নর্তন করে
যেনো স্বচ্ছ- শ্বেত কাশবন।
বিলের জলে তারকার মতো
প্রস্ফুটিত হয় চারু কমল,
গাছে ফলে আমলকি,জলপাই
আর কতোনা বাহারি ফল।
প্রকৃতির সাজে স্বীয় চিত্ত
জেগে উঠে অনন্য অভিলাষে,
যেমন করে নবচেতন জাগে
শরতের শিশির ভেজা ঘাসে।
শরতের বিচরণে হৃদয় তব
হয় সদা আন্দোলিত,
সুরের মূর্ছনা ছড়িয়ে যায়
চারিদিক হয় অনুরণিত।
প্রাণ ও প্রকৃতির একাত্মতায়
নিপাত যাক সকল কলুষতা,
ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন
নিয়ে আসুক নব বারতা।