জেলা পরিষদ নির্বাচন: মৌলভীবাজারে চার প্রার্থীর মনোনয়ন বাতিল
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২২, ৬:২১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১জন এবং সাধারণ সদস্য পদে ৩ জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সার্কিট হাউসের হলরুমে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ঋণখেলাপি এবং তথ্য গোপন রাখায় তাদের মনোনয়ন বাতিল করে রিটার্নিং অফিসার মীর নাহিদ আহসান। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।
জানা যায়, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জমা না দেয়ায় মৌলভীবাজার-২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী সৈয়দা জেরিন আক্তার, ঋণ খেলাপির দায়ে সাধারণ সদস্য পদপ্রার্থী ৭নং ওয়ার্ডের মোঃ সাজেদুর রহমান সাজু, ৬নং ওয়ার্ডের মোঃ মুছাব্বির আলী এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় ৪নং ওয়ার্ডের মোঃ আওয়াল উদ্দিন আহমদ এর মনোনয়ন বাতিল হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ২৮ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়ে ছিলেন। এদিকে চেয়ারম্যান পদে একক মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। প্রতিদ্বন্দ্বি কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, হলফনামায় তথ্য গোপন এবং ঋণ খেলাফির কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তাদের আপিল করার সুযোগ রয়েছে।