বন্যায় ক্ষতিগ্রস্থ ৮ পরিবারের পাশে রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সরকারি কলেজ
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২২, ২:৪৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বন্যায় ক্ষতিগ্রস্থ কুলাউড়া উপজেলার ৮টি পরিবারের পাশে দাড়িয়েছে রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সরকারি কলেজ।
শুক্রবার রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সরকারি কলেজ এর উদ্যোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশী এবং গবিন্দপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের বাড়ী মেরামতের জন্য ৮টি পরিবারকে ৫৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এক্স রোটারেক্টর মো. জাহাঙ্গির হোসাইন, সৈয়দ ফারবি, রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজারের সাবেক সভাপতি রোটারেক্টর নাজমুল হোসাইন, রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সরকারি কলেজের সভাপতি রোটারেক্টর সৈয়দ ফারহাত, সেক্রেটারী রোটারেক্টর মুরসালিন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট প্রিতম দেব, জয়েন সেক্রেটারী হাসনাত নাফি, অর্থ সম্পাদক ফারদিন আহমেদ।